কাঠফাটা রোদ,নেই তার বোধ
জ্বালিয়ে পুড়িয়ে মারে
তীব্র দহন, করে সে বহন
মনেরও শান্তি কাড়ে ।


কালবৈশাখী দিয়ে যায় ফাঁকি
জল খোঁজে ঘটি-বাটি
বাতাসে 'লু' বয়, তারা ভালো নয়
চৌচির করে মাটি ।


ধরনীর বুক হারায় যে সুখ
শুকায় জলের ধারা
চাঁদি ফেটে যায় মানুষের হায়
পশুপাখি পড়ে মারা ।


বনে দাবানল আগুনের ঢল
দেখে ওঠে প্রাণ কেঁপে
হাঁসফাঁস হাল,মেঘের আকাল
দুর্দিন আসে ঝেঁপে ।


গ্রীষ্মের দিন--- বৃষ্টিবিহীন
হয়ে কাঁদে অনটনে
দেখা দিলে মেঘ, বাড়ে বায়ু-বেগ
প্রাণ হয় চনমনে ।