ছন্দে বাঁধা মনটা কেন জাগে
জাগেই যদি লুকোচুরি কেন?
কেনই বা সে বাঁধনহারা হয়ে
হয়ে যায় এক ঘুমের পাখি যেন ।।


যেন পেতে স্বপ্নলোকের চিঠি
চিঠিই খোঁজে ঘুমের আড়ালটিতে,
আড়ালটিতেই স্বপ্নগুলো আজো
আজো জাগে ঘুমের আলসেমিতে ।।


আলসেমিতে এঁটে বসে বাঁধন
বাঁধন ছেঁড়া নয় তো সহজ কাজ,
কাজের ভিড়ে হারায় মনের ব্যথা
ব্যাথাগুলোই আনে জয়ের তাজ ।।