‌‌          
তোর বিরহ ধরবো এবার বুকের মাঝে
গ্রীষ্ম বর্ষা শরৎ কিংবা তীব্র শীতে,
ফাগের আগুন হয়ে শুধু তোকেই ছোঁবো
মগ্ন হয়ে থাকিস রে তুই কোকিল গীতে।।


বসন্তকে করিস ক্ষমা অবাধ্য সে
আপন মনে ফুল ফোটানো ভীমরতি তার,
ফাগের আগুন হয়ে শুধু তোকেই ছোঁবো
অল্প কিছু না হয় দিলি আমাকে ধার।।


ছড়িয়ে দেবো সুদে মূলে দুহাত ভরে
বুকের মাঝে রাস্তা খোঁজে তোর ঠিকানা,
চেয়ে দেখিস চুপটি করে ডালি ভরে
বসন্ত আজ সাজিয়ে গেছে তোর আঙিনা।।