বহন করে স্বেচ্ছায় কাঁধে সব সদস্যের ভার
তবুও ভেঙে হচ্ছে টুকরো যৌথ পরিবার ।
প্রয়োজনের তাগিদেই আজ ইচ্ছা অনিচ্ছার
পায়ে বেড়ি পরে মানুষ করছে সীমা পার ।


জ্যাঠা-কাকা, ঠাম্মা-পিসি,দাদু-জেঠিমা
একে অন্যের বিপদ কালে বাড়িয়ে দিতেন পা ।
সঙ্গে তাঁদের নেই পরিচয় আজকের প্রজন্মের
সভ্যতার এই বিভাজনের বইছে তারা জের ।


সেই কারণেই আজকের সমাজ পরিণত নয়
নিয়ম নীতি সব হারিয়ে বাড়ছে অবক্ষয় ।
পরিবারের মাথায় থাকলে বয়োজ্যেষ্ঠের হাত
দুর্দিনেও হয় না সাধের সংসার কুপোকাত ।


তাই তো বেঁধে থাকতে হবে যেমন করেই হোক
টুকরো হবার দুখের তবেই কমবে খানিক শোক ।