বয়স যখন নয় ছিল তাঁর পিতৃহারা হলেন
দারিদ্রতার চাপে পড়ে শিক্ষার কথা ভোলেন।।


জীবিকা নির্বাহের জন্য পথে নেমে আসেন
কাজের চাপের মাঝেই তিনি লিখতে ভালোবাসেন ।।


বৈচিত্র্যময় সংগ্ৰামী এক জীবন ছিল তাঁরই
কবিতা নাম চাবুক দিয়ে ব্রিটিশ পিটতেন ভারী।।


সুভাষ বসুর বক্তৃতা আর দুখু মিয়ার গানে
কম্পমান এক ভয় যে ছিল ব্রিটিশের-ই প্রাণে।।


বিরোধিতার অভিযোগে তাই তো তাঁদের হাতে
বন্দী হন যে দুখু মিয়া কলমী সংঘাতে ।।


একাধারে গায়ক,কবি সবার নয়ন মনি
শহরজুড়ে উন্মাদনায় তাঁরই জয়ধ্বনি ।।


মৃত্যু যে তাঁর বাংলাদেশে, জন্ম চুরুলিয়ায়
আসলে তাঁর ঘর-বাড়ি সব মানুষেরই হিয়ায় ।।


'জাতের নামে বজ্জাতি সব' --- ধুয়ে দিতে চেয়ে
মানবতার গানটি তিনি উঠেছিলেন গেয়ে।।


বিশ্বজোড়া ধর্ম নিয়ে অমানুষের যুদ্ধ
ধর্মের অসুখ ছড়িয়ে পড়ায় -- মানুষ অবরুদ্ধ ।।


ধর্ম নামক অসুখটাকে সারানোর সেই মলম
আজো বিলায়  দুখু মিয়ার প্রতিবাদী কলম ।।