এইতো পৃথিবী আর পৃথিবীর শেষ,
লুকানো সব সন্ধ্যা আর হাওরের বেশ।
দিশে হারা মানচিত্রের হঠাত অভ্যুথান,
কত পথ ভোলা পথিকের প্রত্যাখ্যান ।
দিগন্তের পথ চেয়ে বসে আছি,
মেঘ আর রোদ্রের খুব কাছাকাছি।
এই হয়ত ঢিলেঢালা স্থবির সবকিছু,
আলোগুলো আধার ফেলে ছুটির পিছুপিছু।
তবু ক্লান্তির কোলাহলে মুগ্ধ আমি,
তারি স্পর্ষে নব অগ্রগামী ।
যেদিকে বাতাসেরা নীরব বয়ে যায়,
দেখা পাই তবু আজন্ম তৃষ্ণা পায় ।
কখনো শঙ্খ চিলের উড়ো-উড়ি তে মুগধ,
কখনো তার বিষন্ন চোখে প্রকৃতি বিদগ্ধ।
আমি খুঁজি সকল চাওয়া যতটুক হয়নি পাওয়া,
রেখে দিও তোমার পথ পথের তরে
হেঁটে যাব অনুসরণ আপন করে ।


(১৪/১১/২০১৪)