হে নূতন , তুমি এসো ,
নির্মল দেবালয় হতে
তুমি এসো ।
শান্তির সন্ধানী
জীর্ণ ধরা তোমার প্রতীক্ষায় ।
তুমি এসো।
পুরাতন নিক্ বিদায় ,
হোক সাফ যত জঞ্জাল ।
মননে রয়েছে যত বিষ
তোমার ছোওয়ায় কেটে যাক ।
স্বর্গ হতে আনা অমৃত সুধা
বিছিয়ে দাও ধরনীতে ।
পিশাচের কালো ধোঁয়ায়
বৃষ্টি নামুক অঝোরে ।
ধুয়ে যাক সব
কালরাত্রির বিষাক্ত নিঃশ্বাস ।
নূতন আলোয় ফোটা ভোরে
নববর্ষ তুমি এসো ,
শান্তির বার্তা নিয়ে।