বিশ্বাস? ভেঙে গুড়িয়ে দাও
মূল্যবোধের মূল্যায়নে
অমূল্য টুকু মূল্যহীন মনে হলেই
পাছায় দুটো লাথি মেরে বলো_
ভাগ! শালা!
এ আজব নিয়ম হলেও বাজারে নতুন,
মানতেই হবে।  অন্যথায়
মোহ নামক এক কলঙ্ক বাজির দল
টুঁটি টিপে ধরবে। যতক্ষন না
জিভ বেরিয়ে লালে-ঝোলে এক হয়।
কী ভাবছো? ধর্মধ্বজীদের একটুকরো থান
কোমড়ে জড়িয়ে, লেংটি মেরে
নেমে পরব বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে
তোমার হয়ে লড়াই করতে?
দুঃখিত! এ আর কখনো সম্ভব নয়।
বুদ্ধির জোড়ে শত্রু নিধনের পর
তোমার জয়ের নিশান উড়িয়ে দিলেও
তোমার শেষ বুলেট টি অপেক্ষা করবে
আমারি জন্যে।
আখোর গোছানো শেষ হলেই
তোমার চঞ্চল ছটফটে তর্জনি
স্টিগারে চাপ দিয়ে আমায় ঝাঁঝরা করে দেবে।
আর রাজনীতির দোহায় দিয়ে
মনুষত্ব কে শেষ করে
ধর্মের পিড়িতে বসে তুমি গঙ্গা জল ছিটাবে।
তাই হয়ত মানবতাবাদীরাও
আজ আশ্রয় নিচ্ছে রাজনীতির তলায়।
তাই চলো অতীত কে টেক্ কেয়ার জানিয়ে
একাকিত্বের বাঁধন শক্ত করে
শুরু করি একাঙ্ক নাটক, যেখানে
থাকবেনা কোন চরিত্রের রঙ বদল
থাকবেনা মনুষত্ব, মানবতাবাদী শৃঙ্খল।