আমরা ভাষা হারিয়েছি!
স্তব্ধ বুকে বেদনায় ভরা
নিঃশ্বাসটাও শেষ বিদায় জানাতে প্রস্তুত।
থর্ থর্ করে কম্পমান হাত দুটো
কলম ছেড়েছে।
শিলধরা দাঁত কপাটির কটমটে
বেরিয়ে আসতে চায় তারা যুগল।
আমরা বেদনাহত,একাকী খঞ্জনার মতো।
আমরা ঘৃণা করি তোমাদের
গান্ধীবাদী মতাদর্শকে।
হে মহান বুদ্ধিজীবীর দল,
রাজনীতির গন্ধে যারা মাছি হয়ে ভন ভন করো, মিথ্যা প্রতিশ্রুতি আড়ালে যারা স্বার্থান্বেষণ কর,
অসময়ে তোমাদের শীতঘুম হলো কেন?
কোথায় গেল তোমাদের চোখ রাঙানি?
অনেক হয়েছে, আর নয়,
বদলা চাই, খুনের বদলা খুন!
জিহাদের নামে যারা মানুষ খুনের ব্যবসা করে, মুখোশ পড়তে শান্তির পায়রা ওড়ায়,
লাথি মারি তোদের শান্তির বার্তা কে।
একশো পঁচিশ কোটি ভারতবাসী
ওঠ, জাগো, অস্ত্র ধরো।
জ্বালিয়ে দাও প্রতিশোধের আগুন।
নিশ্চিহ্ন করতে হবে কুত্তার মানচিত্র।
আর শান্তি নয় , যুদ্ধ চাই,
রক্তক্ষয়ি একাত্তরের যুদ্ধ!
বদলা চাই! খুনের বদলা খুন!