চমকাও কেন? ভয় পেয়েছ ?
আমরাও মানুষ!
তোমাদের মতই রক্ত মাংস দিয়ে গড়া ।
হাত-পা , চোখ ,মুখ সবই আছে ,
তোমাদের মতই ।
শুধু নেই তোমাদের মত জৌলুস আর বাকপটুতা।
তাই আমরা এত ঘৃণ্য! তোমাদের কাছে
খেলার পুতুল ।
আমরা স্বীকার করছি আমরা সৃষ্টিছাড়া , মূর্খ আমরা মেথর, আমরা চন্ডাল!
তবুও তোমাদের পায়ের ধুলো পাবার জন্য
পড়ে থাকি তোমাদেরই পায়ের তলে ।
তোমরাও বোঝো। তবুও ধান্দা!
কাজ গোটাতে বিছিয়ে দাও ফোন্দির ফাঁদ।
হতেপারি আমরা মূর্খ, মেথর, সৃষ্টিছাড়া!
কিন্তু সব বুঝেও অন্ধের মত বন্দী হই,
তোমাদের বিনোদন দিতে,
শেষ করে দিই জীবনকে।
তাতেও তোমরা ক্ষান্ত নও।
অর্ধমৃত মানুষটাকে নিয়েও তোমরা খেলতে চাও।
একটার পর একটা খোঁচা মেরে বুঝিয়ে দাও, আমাদের জন্মানোর অপরাধ গুলি।
সত্যিই তোমরা বড় উপকারী!
সশরীরে উপস্থিত থেকে
আমাদের মৃতদেহ চাপানো সাদা থানে
লিখে দাও, আমরা চণ্ডাল।
এ সমাজ কে দেখিয়ে দাও,
তোমরা সাম্প্রদায়িক মুক্ত।