সূর্য যখন অস্ত গেল
সোনালি ধানের নুইয়ে পরা
শিষের ডগায়
জ্বল জ্বল করছে জোনাকির আলো।
কৃষ্মা একাদশী, ঘুটঘুটে অন্ধকার,
মনশূন্যে উদ্গত
হারিয়ে যাওয়ার আলো।
লুকোচুরি খেলার ছলে ধাপ্পা দিয়ে
জাগিয়ে দিলাম ঘুমন্ত পরিদের।
এবার যে যেতে হবে না-ফেরাদের দেশে।
যেখানে থাকবেনা কোন জঞ্জাল,
থাকবেনা কলঙ্ক ভরা
মানুষ নামক প্রানীর মান-হুস
হারানোর ভয়।
পথ চলতে থাকবেনা
চোখ উপড়ে ফেলার প্রতিশ্রুতি।
জীবন্ত বস্তুটি আজ ক্লান্ত, পরিশ্রান্ত।
শুধু অপেক্ষা আর উপেক্ষা
ছুটি চায় এ বন্ধন।
হোক তারুন্যের পরিশেষ।