এ কোন ভারত দেখছি আমরা ?
হাজার বছরে কি এমন ভারত দেখেছে কেউ?
কাশ্মীরে গুলির আওয়াজ নেই ,
বারুদের গন্ধটাও এতদিনে মলিন ।
লেকের ধারে মাথাচাড়া দিয়ে
গজিয়ে ওঠে জুই ।
তার বহু দিনের ইচ্ছে গন্ধে ভরিয়ে দেবে ভূস্বর্গ।
শাহিনবাগের রাস্তা কেমন শুনশান ।
লাখ লাখ মানুষের আন্দোলন নেই ,
স্লোগান নেই , খণ্ডযুদ্ধ নেই ।
শুধু মৃতদেহ থেকে টুপিয়ে পড়া
শেষ রক্তবিন্দু গুলো,
কালো হয়ে পড়ে রয়েছে রাস্তার মোড়ে মোড়ে ।
তবুও নিভে গেছে মেজাজ চড়া মানুষগুলোর
প্রতিশোধের আগুন ।
এ কোন ভারত দেখছি আমরা ?
হাজার বছরে কী এমন ভারত দেখেছে কেউ ?
যে নাগরিক গুলো ট্রেন পুড়িয়েছিল ,
সেই ট্রেনগুলোই আজ নাগরিকদের
বাঁচার আইসোলেশন ।
যে নেতারা রাজনৈতিক তরজা করতে করতে
ভুলে যায় তারা জনগণের দূত ।
আজ তারাই হাতে হাত রেখে
লড়াই করে চলেছে কোন এক
অদৃশ্য শক্তিকে পরাজিত করতে ।
এ কোন ভারত দেখছি আমরা ?
হাজার বছরে কী এমন ভারত দেখেছে কেউ ?
দাঙ্গা নেই, বিভেদ নেই ,
সাম্প্রদায়িক উস্কানি নেই ।
এ মহামারী সব এক করে দিয়েছে ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একতার বাণী -
'বেরোবেন না ঘর থেকে
ভারতকে সুস্থ করে তুলুন।'