একুশ যখন পেরিয়ে গেছি
চুল থেকে নখ, নখ থেকে চুল ,
আপন-পরের হিসেব-নিকেশ ,
স্মৃতির পাতায় সব রেখেছি।
পান্তা ভাত ও লবনগুড়ো,
রাতে উপোস করে,
নিজের তৈরি স্বপ্নগুলো
যেদিন আত্মহত্যা করে!
ভাবছি সেদিন স্বপ্ন ছাড়া
বাঁচবো কেমন করে ?
কেউ ছিল না পাশে সেদিন
কেউ দেয়নি স্থান ,
শিমুল কাঁটায় চাপিয়ে দিয়ে
মেরেছে হ্যাঁচকা টান।
অনেক ঝঞ্ঝা , চড়াই-উৎরাই
জীবন যুদ্ধে হেরে ,
ভোজের শেষে দই এর আশায়
একুশ বছর পরে,
বেঁচেই আছি , শুধুই বেঁচে
তবুও সেদিন ভুলি কেমন করে?
কি যেন কি ভেবেই যাচ্ছি
এলোমেলো ভাবনাগুলো ,
ঘুম কেড়ে নেয়, রাতের পর রাত
এক চিলতে ছবির মতন ,
বেদুইনদের বাড়ানো হাত ।
ভয়-ভীতি মান সরিয়ে সবে
জন্ম থেকে জ্বালিয়ে খাওয়া
মুখোশ গুলো গুড়িয়ে দিয়ে,
একুশ বছর পরে এবার
স্বাধীন আমায় হতেই হবে।