কথাটা খারাপ কি বললাম ?
শুধু বলেছি একটা ঘোড়া কিনতে।
খুড়ের নাল থেকে নাকের দড়ি,
প্রত্যেক মানুষের অঙ্গে অঙ্গে
অবিচ্ছেদ্য সম্পর্ক।
সভ্য সমাজের ভদ্র মানুষ গুলোর
বোঝা উচিত,
প্রত্যেক ঘরে অন্তত একটা ঘোড়া,
এটাও সামাজিক দায়িত্ব ও কর্তব্য।
তেলে ভাজা, পকড়া ভাজা সবই কুটির শিল্প হলেও,
'ঘোড়ার ঘাস কাটা' রাষ্ট্রীয় শিল্পে
মর্যাদার অধিকারী।
তবে প্রতিশ্রুতি বিদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে,
সম্মানীয় বেকার যুবক কে।
শিল্পের উন্নয়নে, শিল্প বাঁচাতে
পুষতে হবে ঘোড়া।
অকর্মের ঢিকি বলদ, ভেড়া, ছাগল পুষতে পারলে
ঘোড়া কী দোষ করলো ?
যান্ত্রিক সমাজকে নিজে হাতে গড়ার কারিগর
অথচ স্বভাব দোষে দুষ্ট মানুষ,
কর্মদাতাকে বাবা বলে জন্মদাতাকে ভুলে যাচ্ছে ।
বাইক বাহিনীর অত্যাচার,অ্যাক্সিডেন্ট,
মৃত্যু মিছিল ঠেকাতে,
শীঘ্রই প্রতিটা ঘরে ঘোড়া পোষার আদেশ জারি করা উচিত।
তাহলেই বাঁচবে ঘোড়া ,বাঁচবে ইতিহাস,
বাঁচবে শিল্প, আর বাঁচবে আমার মত
বেদুইন জীব।।