হারিয়ে গেছি,
মেঘমল্লারের সুরে ।
এ পৃথিবী যেন নিষ্প্রয়োজন অতি।
নিজের রূপ এখন জল্লাদের মতো ঠেকে,
তাই আরশিটাও ঘুরিয়ে দিয়েছি
সরল কোণে ।
অতীতের স্বপ্ন গুলো এখন
আমার সঙ্গে রাত জাগে।
দিনভর পিছু নেয় চেনা আতঙ্ক গুলো।
সবাই চলে গেছে দূরে,নিজ রাস্তায়,বহুদূরে।
শুধু আমি আমাতে এখনো রয়েছি পড়ে।
তাই গুটিয়ে নিয়েছি সব ,
সম্পর্ক গুলোর বাঁধন দিয়েছি খুলে ।
চলে যাক তারা, চাইনাকো কিছু !
অলীক স্নেহ গুলি সবই বুঝে গেছি,
ভয় নেই আর!
একা থাকার মন্ত্র আমি শিখে গেছি।