আর সময় হাতে দিন গোনার,
তার পর সব শেষ।
একাকি নিরুদ্দেশের যাত্রী
আকাশ ছোঁয়া পাখিটি,
ডানা ঝাপটায়।
বিদীর্ণ মনটা চিন্ চিন্ করে ওঠে।
দিনের গোধূলি বেলা।
রাত্রি নামক কালো ছায়া
ছায়াকাঠি ছুঁই ছুঁই।
বন্ধুত্বের জোয়ার সর্বচ্চ সীমায়,
এরপর ভাটার টান।
মনিকূঠায় কংক্রিটের নতুন কুঠিও তৈরি।
এবার শুধু এলোমেলো স্মৃতি গুলিকে
পূরে দিতে পারলেই ব‍্যাস!
তারপর সব ইতিহাস।