তুমি কি জীবন্ত একটা মানুষের মৃত্যু দেখেছো? রক্তমাংসে গড়া এক জীবনের মৃত্যু ?
দেখোনি তো ?
কিন্তু আমি দেখেছি ।
বাড়ন্ত স্বপ্নীল এক কচি জীবনের মৃত্যু ।
শুধু মৃত্যু নয়,
দাউ দাউ করে জ্বলতে দেখেছি
স্বপ্নে বিছানো মায়াজাল ।
সবুজে সবুজ পৃথিবী, সূর্যের কিরণে
দুর্বার ডগায় যখন এক নতুন পৃথিবীর জন্ম দেয়,
তখন একটু একটু করে বেড়ে ওঠা
স্বপ্নের আলোকলতা গুলিকে রাস্তায় পড়ে
মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কাতরাতে দেখেছি ।
খুব চেয়েছিলাম , ওদের বাঁচিয়ে রাখতে,
গোড়ায় কঞ্চি গুঁজে
তিলে তিলে বড় করে তুলতে।
কিন্তু দেয়নি !
শিক্ষিত পাষণ্ড ও রাজনীতির ভণ্ডবাজিরা
আমায় এক তিল ও সুযোগ দেয়নি ।
কষ্টে বোনা ফসল টুকুও
নিজেদের স্বার্থ কায়েম করতে নিংড়ে নিয়েছে।
মৃত স্বপ্নগুলোর হাহাকার
আজও কানে বাজে ।
অপূর্ণ কাঙ্খিত মৃত স্বপ্ন গুলোর ভস্ম দিয়ে তৈরি
স্পন্দন হীন জীবন কাঠামোটি
ছটফট করে আর এক মৃত্যু যন্ত্রণায় ।
শুধু সুযোগের অপেক্ষায়......
ইচ্ছে করে মুখোশের আড়ালে থাকা
সমাজে মুরগি বানানোর পাণ্ডা গুলিকে
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে,
মৃত্যুতেই জীবনের শেষ নয় ।
জীবন চলে জীবনের পথেই।
              ••••••