তপ্ত দুপুর,ক্লান্ত ফেরিওয়ালা
ডাক দিয়ে যায়,সেই
বিষাদ ময়, অতৃপ্ত, অনাকাঙ্খিত কর্কশ শব্দবাজি।
সারাদিনের ক্লান্তি, তবুও লক্ষ্য একটাই
দুমুঠো খাবার, মোরগ হয়তো পেয়েছিল।
পরিশ্রান্ত ডাস্টবিন, অপেক্ষারত___
ফেলে দেওয়া দুটো হলদে পটল বা পোকা কাটা আলু
এ পাওয়াও যে ভাগ্যের ব্যাপার, বড়ো তৃপ্তিময়।
যে তৃপ্তিময়তার কষা স্বাদ
জানে শুধু বুকের বাম পাশ,
চিন্ চিনানি কন্ট্বক বেদনায়
স্পষ্ট শ্রুতিধ্বনি শ্রোবিত হয়.....
নাট্যকারের রোমহর্ষক প্রতিশ্রুতির কূটকৌশল।
দয়ার সাগর আছে বলে জল দান করে
আমার কর্জের পাল্লায় অভিকর্ষ বাড়িওনা।
দোহায়! আমি খাতক!, পাশ বালিশ ও জানে,
চোখ বর্ষিত রুধিরের গোপন রঙে সেও
লজ্জিত, মুক্তির স্পন্দনে স্পন্দিত।