বিজ্ঞাপনে আয়ুর খোঁজে
তুমি আমি খুঁজি শুধু
সঞ্চয়ে মৌমাছি মজে
থেকে যায় মৌচাকে মধু


অর্কিড ভাঙ্গে ঝড়ে
নদী শুকালে দেখি বালুচর
আয়ু ভাঙ্গে ঘুরে
তাসের দেশের সেই ঘর


সেদিন আসবে জেনো
কমে আয়ু যত আফসোস
চিৎকার তবে কেন
স্থান ছেড়ে বোবা হোস ।।