রোজ একটি নীল রঙের পাখী আসে,
আস্তে চলে শিস দেয় এদিক তাকায়।
আমার বারান্দায়  গলা বাড়িয়ে বসে,
কখনো আবার ও পাখাটা ঝাপটায়।
সকালে আমি টেবিলে ঝুঁকে বই পড়ি,
লিখি যখন সে পাখিটি দেখে তখন।
দোল খায় আমার মনে চকিতে মরি!
খুশি  ছড়িয়ে দেয় শরীরে  বিলক্ষণ।


করুণ স্মৃতি জমা ওর চোখ দুটোতে,
হয়তো ফেলে আসা সাথী তার আস্তানা।
তাই এমন চোখ দুটো নীল রঙতে,
বলতে চায়  কত কথা তার ঠিকানা।
আমার মৃত্যুর পরও সে যদি আসে,  
শিস দিয়ে সে খোঁজে, তাড়িও না আকাশে।


------------------------------------------------
শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:


কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ