সদা ভীত আমি অন্তরে,
ঘুনে ধরা দেহ প্রান্তরে,
সংশয় ঘিরে ধরে,
লোকে যদি বলে বেগতিক।
কেউ জেনে যায় যদি।


সদা ভীত আমি অন্তরে,
গোপনে নিজেকে ঢাকি,
আড়ালেই ধরে রাখি,
ক্ষণিকের আশ্রয়ে আমি যে পথিক।
কেউ জেনে যায় যদি।


সদা ভীত আমি অন্তরে,
কান্না ফুঁপিয়ে উঠে,
সযত্নে ধরি শুষ্ক দু’আঁখি,
পবিত্র ধারা অন্তরে বহে চলে।
কেউ জেনে যায় যদি।


সদা ভীত আমি অন্তরে,
প্রশমিত হয় যদি ব্যথা,
উপেক্ষিত রয় প্রাণের সে’কথা,
অতল দীঘির কোন তলে।
কেউ জেনে যায় যদি।