একলা আছি তুমিও আছ বহুদিনের এই অবকাশ
ছাদ আলাদা হতেই পারে অন্ধকারে একই আকাশ
কেমন আছ তারপর


তোমারও কি মনে আছে এক রিকশায় পাশাপাশি
মেঘ করল বৃষ্টি ফোঁটায় অল্প ভেজা আর হাসাহাসি
পাল্টেছে এখন চরাচর


অস্থির চোখ লেকের ধারে বসলে তুমি ডানা মেলে
ছোঁয়াছুঁয়ির খেলায় উত্তাপে মৃদু প্রতিবাদ খোলা চুলে
প্রহর তখন তন্দ্রাহারা


ঝিরঝিরানি বৃষ্টি ছিল অল্প অল্প  উন্মাদনা নির্ঘাত
শরীর তোমার হাতরে চলে দুরন্ত সেই অসভ্য হাত
ছাতার নিচে লক্ষ্মীছাড়া


দূরে প্রতীয়মান ভাঙ্গা দালান,বর্জিত স্থান সন্ধ্যারাতে
জেদ ধরেছ শুনবে তুমি গভীর রাতের কবিতায় মেতে
চাইলে তুমি আরো এডাল্ট শেষে


নামল তখন নির্জনরাত তুমি উতলা আধ শোয়া
চঞ্চল আমি প্রার্থনা রত নতজানু হয়ে বেপরোয়া
ঝরে গেল পশম, গরম নিশ্বাসে


জানিনা সে খেলা পাপ কি পূণ্য, সর্বনাশা, ভালবাসায়
সেই দহনে পুড়ছি আজো, মরে মরি বাঁচার আশায়
সে যে সর্বনাশা, প্রশ্বাসে বিশ্বাসে
----------------------------------------
@নীল অভিজিৎ