এগিয়ে চলা পরিসরে বিন্দু বিন্দু করে
পরায়ণ নেমে আসে কিছু রেখা ধরে
উৎসাহ মেলায় মানচিত্রে কেমন হলো উন্নয়ন
পাল্টে গিয়েছে কখন গতি, এ কেমন পরিবর্তন
সরল রেখা আঁকতে আঁকতে দোটানা যদি
পিছন ফিরলেই দৃশ্যপটে আঁকাবাঁকা নেমেছে নদী
মাথার ভিতরে ভিতরে ঢুকছে কেবল অন্ধকার
অস্থির দ্বিধাগুলো দুলে দুলে জানায় অস্থাবর


তবুও পথ আগলে রাখা খোঁজে শুধু উষ্ণতা
শেষ আয়োজন শীতলপাটির অনন্ত হিমেল আশ্রয়ে নীরবতা।