(এক)
জীবনটা বড় লম্বা বিশেষত দুঃখের রাত গুলো লাগে বড় টানা,
মনে হয় তার আর শেষ নেই,
পরিমাপের ও কোন যন্ত্র নেই,
অথচ, আনবিক ঘড়ি দিয়ে মাপলে জীবনটা একটা সরষে দানা।


(দুই)
মানুষের স্বল্প বা লম্বা জীবন অনেকটা আপেক্ষিক বাদের নির্যাস,
কেউ লম্বা বললে হাসি আড়ালে,
কেউ ছোট্ট বললে মেলে যুগলে,
আসলে সকল যুক্তি গুলোই মানুষের তৈরি ও প্রয়োজনের দাস।


(তিন)
পৃথিবীতে কখন যে প্রলয় ঘটবে তার উত্তর আমাদের জানা নেই,
ভূকম্প ভয়ে শুধু আশ্রয় খুঁজি,
হৃদয়ে ভূকম্প হোলে প্রেম বুঝি?
এড়ানো যায় না, মরণ বুঝেও ঝাঁপ দিই, কিন্তু উপায় জানা নেই।