গঙ্গা জল তো পবিত্র
উৎস থেকে দুরত্ব যদি বাড়ে, অশুদ্ধতা বাড়ে!
প্রশ্ন থেকে যায় শুধুই দুরত্ব... !
মাটি থেকে বীজ চাড়া ফুঁড়ে আকাশ দেখতে চায়,  
মাটির প্রলেপ থেকেও... না থাকা,
মাটি ছেড়ে বেড়িয়ে আসার প্রতিশ্রুতি কেন?
শুধুই আকাশের দোষ?
আলোক বাতাস মাঝে হয়তো অর্থহীন,
কিছু রসায়ন সন্নিকট হলেও...
দুরত্বই একমাত্র পরিমাপ করে,
মাটি আর শিকড়ের সম্পর্ক
শুধু এক ঝড়ের অপেক্ষায় ।
---------------------------------------
@নীল অভিজিৎ