(ভারতের মহারাষ্ট্র রাজ্যে পুনেতে, আমি চাকরি সূত্রে বহুদিন কাটিয়েছি বেশ মনে আছে সেখানে সরস্বতী পূজা খাড়কি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাঙ্গালীদের দ্বারা পালিত হোতো, সেই মাঠের পাশেই একটা পলাশ ফুলের গাছ (ঠিক তার তলে একটা দেশী মদের দোকানও ছিল। যেখানে দিয়ে নিয়মিত ইস্কুলের ছেলেমেয়েরা যেত। এই কবিতা লেখার সূত্রপাত সেখান থেকেই।)


হ্যাঁ রে পলাশ মনে পড়ে
শীত পঞ্চমী সকাল করে
মনটাকে তোর উড়িয়ে দিয়ে
সজল চোখে একলা চেয়ে
পাড়ার পূজার ফাঁকে ফাঁকে
দুই বিনুনির আঁকে বাঁকে
মনের মাঝে যত নালিশ
নিজেকে তুই ছুঁড়ে ছিলিস
মারলি ডাগর বাসন্তীকে
পড়লি নিজে মাটির দিকে
তাইত ঝরিস আপন করে
শুঁড়িখানার চালের পরে