ইতস্তত কয়েকটি স্বর ঘরের ভিতর ঘর
অভ্যাস আর বদঅভ্যাসের আর্তজল তবুও টলটল
আধখোলা আজ জানলা দিয়ে নিলাম একটু খবর
এদিক সেদিক দেশগাঁ দেখি অযাচিত শুষ্ক প্রাঞ্জল
মেঘ চলে যায়, দেয়াল টপকে উঁচু হতে উঁচু
অধোমুখে দাঁড়ায় এসে শুধু, নিরাকার অঞ্চল
শ্বাস রয়ে যায় শ্বাসে, তোমার কীর্তি নিচুনিচু
ধুলা মেখে দেখি শুয়ে জটাধারী, যৌক্তিক ঝলমল
মিলেও অমিল বুঝে গেছে প্রিয়, সেই তান
ডুগডুগিটা ভাঙ্গেন পঞ্চভূতে, মুণ্ডমালার ঢল
ঠিক কি বেঠিক, কাটুক তবু শবসাধনায় প্রাণ

দেবী বলে অকারণে, ঘর ছেড়েছে আজ, শুধু শুধু
আমারও যে অসিদ্ধ মাঠ ছিল, মস্ত ধু ধু