আমি যে হয়েছি, তোমাদের রাজা,
কি হোল, শুনতে পাচ্ছ কি প্রজা?


দাঁড়াও একটু, মুকুট টা কোথায়?
কোথায় পেয়াদা, মুকুট দে মাথায়,


এবার একবার, দেখরে আমাকে,
রাজমুকুটে বসে, সিংহাসনে কে!


কি হোল, তবুও শুনছ না কেন?
বহিরাগত নাকি, মনে হচ্ছে যেন?


দেখরে কাঙ্গাল, দেখরে ভিখারি,
হাজার দুয়ার! আমার রাজবাড়ি!


তোদের মুখেই, কেবল নাই অন্ন,
বাজনা বাজিয়ে বল, রাজাই ধন্য!


বেশী যদি খাস, পেট যাবে ফুলে,
না হলে চরিস, রাজার ওই শূলে,


শোনরে সবাই, রাজার আদেশ,
উঁচুস্বরে কথা, বলা যে নিষেধ,


মুখ নত কর, দুটো চোখ বুজে,
খাজনা ভরিস, সুদিনের খোঁজে।