পথেরা মিছিলে হেটে যায় ছোট ছোট পথ
সহজাত রাজপথে আমরণ


শব্দগুলো ধুলোর মতো উড়ে উড়ে আসে
একত্র করলে হয় অনশন


দীনাতিদিন ধমনী ছুঁয়ে জগত পেত উত্থান
চেয়েছিল ওরা মাথায় চাল


ভেবে দেখ ভাবার আগেই খুব বেশী কি চাওয়া
প্রভু তুমি করেছ আড়াল


সুকৃত নয় ওরা আজ তবে কি বধির যাত্রী
দেহে ভরা ছিল কাঁচামাটি


ধিকধিক আঁচে আগুন ঢেলেছে অভিজ্ঞতা
চাপা দিয়ে খড়ের আঁটি


শুয়েছিল বারান্দায় দামালরা কাঁধ দিয়ে কাঁধে
আরোগ্য অসুখে তাহলে


প্রাচীন গৌরব ইটেইটে ইমারত ঘুণ ধরেছে আজ
দোষ ছিল সে ছাদতলে