অন্ধকার চলে গেলে নতুন আশায় তুমি বল দিন,
আমি বলি তা-নয় তা-নয় আমাদের মাঝে এই অন্তহীন,
প্রতিক্ষায় আভাসিত যদিও হঠাৎ যথাযথ দিন,
কথার পিছনে কথাও সমান্তরাল চলে রেললাইন,


বরফ গলে কিছু দিন আসে আমাদের গৃহস্থলে,
চিড়ধরা মনে ঢাকা দিয়ে গভীর কৌশলে অন্তরালে,
পরাধীন তবুও জেগে থাকে রাত অন্ধকার গরমিলে,
আমি বলি প্রতীক্ষা ভোরের আশায় ফাটলে ফাটলে...