অনিচ্ছায় সত্তাকে সঁপি,
নৈবেদ্য টুকুই নিবেদনে স্বাহা,  
ভুল থেকে সংশোধন ঘটে,
অসংশোধিত প্রতিটি কুসুম
অক্ষম পোশাকের খোল,
মুখোশ আর পরচুলো অসুখী,
ভুলের আঘাত প্রতিবার
অস্থি-মজ্জার বাক্সবন্দী
পাঁজরের রিডে ঝংকার
গুমরায় প্রতিধ্বনি।


কারা যেন স্বপ্নে ছুঁয়ে যাবে,
মরা খাল-বিল যদি ভরে ওঠো,
মায়ের চোখে ভরা সিন্ধু পার,
ভিতরে উড়ছে সর্বস্ব,
ছেঁড়া স্বপ্নের শিমুল তুলো,
ওড়ে গাঢ় অন্ধকারে -
ভ্রুক্ষেপহীন অন্ধপাতালে,
শুষে নেয় প্রতিদিন নীল চুম্বন,
অশ্রুর জলে বোনা অন্তহীন ধান;
ভুল গুলো জেগে থাক সারারাত--
স্পর্শ করে তুলনামূলক রহস্য,
অপলক দৃষ্টি প্রলম্বিত ।