একই অবস্থানে দাঁড়িয়ে দুই গতিশীলতায় -
সহাবস্থানকারী হওয়া অসম্ভব ।
যেমনি দুই নৌকায় পা রেখে --
বেশী দূর অবস্থান করা যায় না ।


কতটা সঠিক জানি না...
অথবা, প্রকৃতিগত কারণে কখন সম্ভবপর না ।
যদি ছিটেফোঁটা সম্ভব হয়, বাকীটা --
কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় ।


উপমা, আমার বান্ধবী আর গৃহিণী
দুজনকে প্রায় একই মাধ্যমে রেখে
আমি সহাবস্থান করেছিলাম ।


গৃহিণী চেয়েছিল শুধু আলো,
যেখানে আমার চেষ্টার ত্রুটি রাখিনি ।
তাই প্রচুর কৃত্রিম আকস্মিক আভা কিনেছিলাম ।


আর বান্ধবীটি চেয়েছিল রৌদ্র !
যা দেওয়া আমার কখন সম্ভবপর হয়নি ।


রৌদ্রকে মুঠোয় ধরতে পারিনি ...
শেষে অস্তিত্ব বিহীনতা--
আমার চারদিক অন্ধতমস হিমপাতে পরিণত ।


কিন্তু দুজনের মাঝে আমি সহাবস্থান করার চেষ্টা করেছিলাম ...
আর করতে করতে ...
একদিন হারিয়ে গেলাম ।


একটি সময়োচিত চুক্তিতে আলো নিভেছিল ।
আর রৌদ্র এখনও জাজ্বল্যমান,
যা আজও আমার ধরা ছোঁয়ার বাইরে ...