কমলা বাড়ির দিকে বারেবারে চোখ যায়  
উষসী ললাটে বিন্দি
অজানা অন্বেষায়, অধীর দৃষ্টি জানালায় চায়


একবার শুধু দেখি দৃষ্টিকে ভালোবাসি
স্বপ্নে খানিক হেটে যাই
অপর্যাপ্ত ফুল ফুটে যাক মনেমনে রাশিরাশি


অনুযায়ী মনে করলে মেঘে দেব তবু স্থান
পথে ভিজে যাই আমি
অছিলা দাঁড়িয়ে রই, রাস্তার পাশে চায়ের দোকান


বেকার জীবন পিষেপেষে আর একটা দিন যদি
জীবন চাকাতো ঘুরবেই
গুঁড়াগুঁড়া হয়ে যাব ধুলোর মতো না-হয় হলেম রদ্দি


ভেসে যাব উড়ে উড়ে হয়ে উড়ন্ত চিল
ডানা যদি কাটে অদৃষ্ঠে
রাজপথ নিচে হাসে, তবুও পাগলা দিওয়ানা এদিল।