তোমরা যারা অন্ধবিশ্বাসী,
পলির নিচে থেকে খুঁজে বেড় কর,
উপাদেয় স্বর্ণ মুদ্রা, ধনসম্পদ,
কবরের নীচে শায়িত শরীর...
আজও আত্মা ভুত হয়ে আছে,
ভবিষ্যতের আশায়...
নিজের ছবির চারপাশে,
কিছু ফুল মালায় যা প্রাপ্তি ছিল।
চারপাশ শূণ্যময় কেউ কাঁদে,
আড়চোখে কেউ হাসে...
সকলে নিজের ইচ্ছা মতো কিছু বলে যায়,
দেখে যাওয়া, আমরা নির্বাক...
বহুদিন আগে পৃথিবীটা আমাদের ছিল...
এভাবেই ফ্রেমের চারপাশ দিয়ে ঘুণ ধরে ধরে,
পুরানো ছবিটা আজ ধূসর...
আর কত দিন, কে মনে রাখে,
দীর্ঘ পিছন ফেলে আসা,
আজ ইতিহাসও ভুলে গেছে,
কে কে নিরুদ্দেশ!


---------------