মানুষের মাঝেই লুকিয়ে থাকেন ঈশ্বর,
তাই তো... মনে মনে তোমার থেকে,
আমার মনে, মানুষের নির্বাচনে...
জন্ম নেয় আর এক ঈশ্বর!
সে ঈশ্বর, যখন মাটির হরিণ আঁকতে ব্যস্ত,
সে হরিণ সোনার হার গিলে ফেলতে পারে...
ধরুন ওই ইশ্বর যখন,
চোখ কান নাক এঁকে দেয়,
আমরা দুচোখে দেখতে পাইনা,
কানে কিছু শুনতে পাইনা,
বা নাকেও গন্ধ পাইনা,
নালিশ করলে... ?
বড়জোর সে তখন দুটো হাত এঁকে দেয়,  
পরস্পরকে সান্তনা দিতে,                  
যার কোন জোর নেই,
যা শরীরের ভার নিতে অক্ষম,                        
কিন্তু, পা এঁকে দেয়'না,
যার নেহাতই প্রয়োজন...
আজ আমাদের নিজস্ব পা নেই,
এই বিকালঙ্গ দেহে...
ঘৃণায় লাথি মাড়তে ইচ্ছা করে।


----------------------