আলোবাতাস বাড়ায় খিদে
দেখায় বেশী স্বপন
শাস্ত্রে লেখা আছে
লোভী হওয়া মানা
তাই হাসিও ছিল বারণ
মনে রেখো বরাদ্দটা কাঁদন


বুটের নিচেই থাকে
স্পন্দহীন বীজ স্বাধীনতা
বাচ্চা থেকে বুড়ো
খুব বেশি চাইছিল সন্মান
অন্ধকূপে শুয়ে থাকুক
বলুক ওরা মনের কথা


ছাপোষার দল
দাও দাও করে সব নিয়ে নেবে
পায়ের তলার মূর্খ কুকুর
কামড়ে দেবে ঠ্যাং
বিস্ফারণটা ফাটতে পারে বুকে
বিপ্লবে বিপ্লবে