ভালো যদি তোমায় লাগে,
             দোষটা আমার কোথায় তবে?


তুমি ভালো আমি ভালো,
            জুড়লে ভুবন মেলায় আলো।


তোমার দেওয়া মনের আলো,
            ভিন্ন মনে দেখে কালো।


কালো ছায়া ধূসর করে,
            তোমার মনে প্রভাব পড়ে।


তোমায় সুধাই দেখতে পেলে,
            অন্ধকারে খুঁজতে গেলে?


মিছে তুমি সকল সময়,
            কালো দেখে পাচ্ছ যে ভয়।


কোথায় পাব দিন কে আমি,
            রাতের বেলায় বললে তুমি।


বোঝাই তোমায় রাত আর দিন,
            ভিন্ন রূপে দেখ প্রতিদিন।


রাতকে ছেড়ে সঠিক সময়,
            দেখবে আলো দিনের বেলায়।


বললে তুমি মনের কথা,
           বড়ই কষ্ট মনকে বোঝা।


মনের পরদা হাওয়ায় ওড়ে,
           কখনও রাতে সকাল ভোরে।


আমি বলি দিনের বেলায়,
           দোর খুলে দাও মনের আলয়।


সব যদি হয় ভালো সফল,
          কিসের দুঃখ কোথায় বিফল?