আমি যে ছিলাম রসহীন জন,
ভাবিনি কখনও প্রেম করে মন।
ঘর সংসার বাহির জগত,
সমাধান করে নূতন আপদ।
ঘোরাঘুরি যত খাটুনি প্রচুর,
চাঁদিপুরে কাজ হয়ে আমচুর।
আর্থিক আর কর্মের চাপে,
হাঁসফাঁশ প্রাণ গিন্নির তোপে।
ফেলে সংসার আসি আর যাই,
এদিক সেদিক ধামরাতে ভাই।
তবু করি কাজ প্রাণ দিয়ে মন,
আশা করে মন পাব প্রোমোশন।
অফিস-কাছারি যত স্বার্থান্বেষী,
মন জয় আর তেলে ভাসা-ভাসি।
ধর্মের বাণী করে ভুল কাজ,
যত শত লোক ধূর্ত সমাজ।
নেই ভালবাসা একঘেয়ে কাজে,
প্রাণহীন লাগে অফিসের মাঝে।
ধীরে হোল সব কঠিন সময়,
বেলা বয়ে যায় নিজ চিন্তায়।
ফেলে আসা ছবি বাল্যের দিন,
মা হাড়িয়ে আজ বড় সঙ্গিন।
না পেলে জিনিস খুঁজে ফিরে মরি,
গালি দিয়ে শুধু অগোছালো করি।
পড়ে যে ক্লান্তি রোজকার কাজে,
তবু চেয়ে দেখি তুমি আছো পাশে।
অসীম ধৈর্য সহে নিজ মনে,
শত পরিহাস রেখেছ গোপনে।
সংসার কাজে ঢেলে মন প্রাণ,
তোমারি ছোঁয়ায় বেঁধেছে এ গান।
পার করে দিন পঁচিশ বছর,
ফেলেছ রেখা মনেতে সজোর।
দীর্ঘ সময় কোন অগোচরে,
দেখি একাত্মা মন দুটি অন্তরে।
তিমির রজনী হয়ে পারাপার,
সংসার নিয়ে কাব্য তোমার।
নয়ন সলিলে মিলনের মাঝে,
মিলায় কাহিনী পুরাতন সাজে।
দেখে খুঁজে মন হাজার মিছিলে,
হাতে হাত ধরে তুমিও তো ছিলে।