জাগিত স্বপনে খোঁজে ফেরে মন,
পরিত্যক্ত আলয় ছিল যে গোপন।
খেলার ছলেতে সেজে মনপ্রাণ,
হেডমিস্ট্রেস আর দারোয়ান।
বেলাভূমি তটে কোন সে সুদূর,
শ্রাবণের ধারা চলে বহুদূর।
কখনও সেথায় নিশি দিন ধায়,
বিচরণ করি শিহরণ পায়।
হাসে কত শত ছাত্রীর দল,
ঘণ্টা ধ্বনিতে মেলে কোলাহল।
ছুটি হোল স্কুলে ভিড় সরে যায়,
দারোয়ান গেটে নত মুখে চায়।
সাদা শাড়ি আর সবুজের পাড়,
কাঞ্চন রঙে রাঙ্গামুখ তার।
হেডমিস্ট্রেস হেসে বলে যায়,
দেখে নিও তালা সব দরজায়।
ঠুকে দারোয়ান লম্বা সেলাম,
খৈনি মুখেতে নতজানু প্রাণ।
মনের গোপনে বিরহ যতনে,
ফ্রেমে ধরা দেয় দিদিমণি মনে।
হ্যায় সে আলয় আজও পড়ে আছে,
পার করে দিন পুরাতন সাজে।
বেলাভূমি তটে কোন সে সুদূর,
শ্রাবণের ধারা চলে বহুদূর।



(এক বান্ধবীর উদ্দেশে রসিকতার ছলে।)