ক্লান্ত জীবন ব্যস্ত ভিড়ে,
লিখছি যে তাই তোমার তরে।
খেলার ছলে অফিস পাড়ে,
মনের কথা বর্ণ স্বরে।
শব্দগুলো সাজিয়ে নিয়ে,
রেখে দিলাম মনিটরে।
চিত্ত আমার যায়’রে ছুটে,
অন্য কোথাও সুদূর পারে।
কবির-আসর তারই খোঁজে,
কর্ম বিহীন সময় মাঝে।
বর্ষাকালে সন্ধ্যা সাজে,
গুলিয়ে ফেলি কাজের মাঝে।
তাইত দেখি তোমার (কবি) ছবি,
মন যে আমার হয় রে কবি।
বুঝবে কে তার গোপন গাথা,
অবাক কিছু স্বপ্ন পাতা।
তাইত আমি বুঝেছিলাম,
বোধহয় হেথায় সঙ্গ দিলাম।
সুদূর পারে তোমার সুরে,
মনের সাথে মন যে ওড়ে।