বাঁদর যদি মানুষ হয়,
তাতে কোন দোষ নাই।
মানুষের বাঁদরামো,
বাঁদরে কি শোভা পায়?
ছাগল যা’পায় তাই চিবায়,
মানুষের পেটে যায়।
মানুষ যখন ছাগলামো করে,
নিচুতে মুখ নামায়।
হাত নাড়ে কভু পা’দেখায়,
পাগল বলে বোঝায়।
পাগল-ছাগল বাঁদরামো করে,
কদাপি উচ্চে ধায়।
গিরগিটী রূপী মানুষ দেখলে,
জ্ঞানীর দুঃখ হয়।