তোমার ছোঁয়া ছিল যে অন্তরে,
তাই না হলে যেতাম অন্ধকারে।
পড়ল যে তাই নূতন সূর্য আলো,
তোমার দেখায় দেখতে পেলাম কালো।
অসীম রাশির জলের ধারা,
উঠলো ফুলে জোয়ার টানে, হলেম আজি চিত্ত'হারা।
সুদূর সময় পার করে সংসারে,
কোথাও আঘাত দিয়ে থাকি যদি, আপন অন্ধকারে।
জানবে আঘাত পড়লো এসে ভাঙা মনের দ্বারে,
...আপন খেলার ঘড়ে।