ডাঃ কালাম ইহলোক ত্যাগের পরে উনার ফেলে থাকা, সম্পত্তির পরিমাপ করা হয়।


উনার পরিহিত ৬টি প্যান্ট (২টি ডি-আর-ডি-ও উনিফর্ম),
উনার পরিহিত ৪টি সার্ট (২টি ডি-আর-ডি-ও উনিফর্ম),
উনার পরিহিত ৩জোড়া স্যুট (১জোড়া ভারতীয়, ২জোড়া বিদেশী),
২৫০০ খানা বই,
১টি ফ্ল্যাট বাসাবাড়ি (যা জীবিত অবস্থায় কোন গরীব কে দান করেছিলেন),
১টি পদ্মশ্রী এওয়ার্ড,
১টি পদ্মভূষণ এওয়ার্ড,
১টি ভারতরত্ন এওয়ার্ড,
১৬টি ডক্টরেট্,
২জোড়া চটি জুতো,
১টি ওয়েব সাইট,
১টি ই_মেল অ্যাকাউন্ট,
১টি টুইটার অ্যাকাউন্ট,
উনার নিজস্ব কোনও টিভি, এসি, গাড়ি, সেয়ার, জমি,
ব্যাঙ্কে জমানো টাকা ইত্যাদি কিছুই ছিলনা ।
উনার শেষ উপার্জিত পেনশন, গ্রাচুয়িটি যা কিছু ,
উনি উনার গ্রামের উন্নয়নের স্বার্থে দান করে ছিলেন।  
উনি একজন প্রকৃত দেশপ্রেমী।
উনি একজন প্রকৃত ভারতবাসী।
বর্তমান স্বাধীন ভারতবর্ষের, নেতাদের সঙ্গে উনার কোন মিল খুঁজে পান কি?


আপনাদের কে অনুরোধ।
যদি মিল খুঁজে পান – মন্তব্য অপ্রয়োজনীয়।
যদি মিল না পান - মন্তব্য প্রয়োজনীয়।


আসুন প্রকৃত দেশপ্রেমী হওয়ার উদ্দেশ্যে,  
আজ এই ১৫-অগাস্ট,
সবাই একত্রে মিলে বলি “বন্দেমাতরম” !!!  


----------------------------------------------------------------
আমার একটা ক্ষোভ ছিল আমি “গদ্য কবিতা” আসরের প্রিয় কবিদের মত লিখতে পারিনা। আমার এক বন্ধুর কাছ থেকে এই মেসেজ টা মোবাইলে ইংরাজিতে পাই, আমি শুধু বাংলায় অনুবাদ করলাম। আমার অনাস্বাদিত ইচ্ছা পূর্ণ হোল কি’না তা অজ্ঞাত। অপরাধ করলে ক্ষমা প্রার্থনীয়।