সকল শৈশবে ছিল সুকুমার রায়।
কচিকাঁচা শিশু সব কবিতায় পায়।


ইস্কুল হোম ওয়ার্ক শেষ করে সবে।
হোই হুল্লোড় করি যত খুশী উৎসবে।


রাম গরু ছানা আর কুমড়ো পটাশ।
লেখা আছে সে পাতায় কাল তুই চাস?


বড় বাবু হেড অফিসে এইসা ভুঁড়ি।
আমাকে বলতো কেন গোঁফ গেল চুরি?


হুকোমুখো হ্যাংলার বসবাস কোথায়?
সেখানে লেখা আছে ট্যাঁসগরু কি খায়?


হ য ব র ল আজও তত খাই খাই।
আবোল তাবোল বোলে বলছে সবাই।


দারুন মজার লেখা কার লেখা ভাই?
সুকুমার রায় তার তুলনা যে নাই।।