জীবন যখন শুরু হয়েছিল,
প্রতি রোজ ছিল দম।


যা কিছু দেখেছি ভালোলাগা ছিল,
সাথে ছিল মনোরম।


আবেগেতে ছিল ভরপুর,
আর মন ছিল বিশ্বাসে।


হায় সেই দিন পেরিয়ে গিয়েছে,
সময়ের নিশ্বাসে।


ছোট’বড় কত উচু’নিচু পথ,
দেখি কত দুর্গম।


কত মেরু পথ ঝোপ'ঝাড়,
আর কাঁটা ছিল নির্মম।


আজও চলি তাই পথের পথিক,
এ’চলার শেষ নাই।


সময়ের ঘড়ি ঘুরে চলে আজ,
পঞ্চাশে পা পাই।


না’পাওয়া বাসনা গুমরায় মনে,
বাস্তবে রূপ চায়।


অপূর্ণ রয় মনের বাসনা,
কবিতায় রূপ পায়।


তোমাদের যত ভালোবাসা আছে,
পেয়েছি এখানে এসে।


পঞ্চাশ  কবিতা লিখে ফেলি তাই,
তোমাদের ভালোবেসে।।