ময়লা কুড়ানি বস্তা পিঠে সকাল থেকেই কাজে,
এ-গলি সে-গলি ফুটপাত দিয়ে শহরে ময়লা খোঁজে,,


শেষ হওয়া শিশি বোতল কাগজ টিন প্লাস্টিক কত,
ভাঙ্গা খেলনা ছেঁড়া চটি জুতা খোঁজে ফেরে অবিরত,,


দিনে কুড়ি কেজি তুলতেই হবে আরও যদি বেশী জোটে,
জঞ্জাল ঘেঁটে ক্ষুধা মেটাতেই হাড়গোড় সব ফাটে,,


তোমরা তো বল ভীষণ দূষণ সমাজের দুশমন,
ঝাড়ু হাতে নিয়ে খবরে ছাপাও মুক্ত আজ দূষণ,,


ন্যাংটো ছেলেটা ফুটপাতে শুয়ে খালি পেটে শুধু কাঁদে,
শুকনো মায়ের স্তন দুটি চোষে শহরের এই ফাঁদে,,


ফ্লাইওভারের তলে চেয়ে দেখ গরীবের চাষ কত,
মাটির হাঁড়িতে ইটের উনুনে লাল ভাত ফোটে যত,,


তোমাদের ফ্রিজ সুখাদ্যে ঠাসা প্রতি দিনে কত পচে,
সেই খাদ্যের সিকি টুকু পেলে ন্যাংটো ছেলেটা বাঁচে,,


তোমাদের ছাদে পূর্ণিমা চাঁদে সন্ধ্যার তারা হাসে,
উদাস পৃথিবী সেতুর নীচে কঙ্কাল শিশু কাশে।।