মেরোনা আমারে মেরোনা শরীরে,  কি করেছি অপরাধ?
দিয়েছি তো শুধু মুক্ত পবন,
টেনেছি শরীরে শুধু  কার্বন,
ওটুকু রেখ তোমাদের তরে,
সবুজ রক্ত ব্লাড ব্যাঙ্ক করে,
দিও স্বাধীনতা   তোমাদের মতো,   করো না'কো বরবাদ।
তোমাদের হাতে সভ্যতা গড়া,
বলিদান হয়ে দিয়েছি যে ধরা,
তরুহীন  বুকে  লুপ্ত  খেচর,
শূন্য বনানী কাঁদে অগোচর,
সভ্যতা যবে মরুভূমি হবে জানবে,   আমাদের প্রতিবাদ।।