কেমন আছো আমার প্রিয়?
দূরে আছো সেটাই শ্রেয়?
কাটছে কেমন দিন অভিন্ন?
মনের ভিতর লাগে কি শূন্য?


আগের মতো হাসিয়ে মারো?
অভিমানে দুচোখ ভরো?
জানো আজও আমার মনে,
বৃষ্টি পড়ে নীরব কোনে,


যে দিন তুমি চলে গেলে,
একলা কত বুঝিয়ে দিলে,
সেদিন থেকে আমার আকাশ,
দুঃখ মেঘের জটার বিকাশ,


আমার কাছে কেউ আসে না,
আমার লেখা কেউ পড়ে না,
একই রকম আছি আমি,
একই স্বপ্ন শুধু নেই তুমি,


তোমার কথা বল এবার,
কেমন কাটে দিন তোমার?
আজও আছি তেমনি আমি,
খুঁজি স্মৃতি হারাবে না তুমি।