তোমার আমার দূরত্বকে তারা যদি বলে বিচ্ছেদ,
আমি বলি, একই ছাদের নিচে আমরা ভিন্ন জগতে তো বাস করি,
তুমি আর কত দূরে? হয়তো আমাদের মাঝখানে বিশাল সমুদ্র দাঁড়িয়ে,
অথবা মাঝখানে কাঁটাতারের সীমান্ত রেখা,
মাইল কিলোমিটার আলোকবর্ষ দিয়ে তোমার আমার দূরত্বকে মাপা যাবে না,
দূরত্বকে আমি অনুভব করি তোমার ভালোবাসার আঁচে,
সেই আঁচ, বদ্ধ ঘর পাঁচিল পাহাড় ভেদ করে চলে আসে আমার কাছে, স্পর্শ পাই,
তোমার ভালোলাগা বা না লাগা গুলোই আসলে আমার সুস্থি,
যেমন নিজের বিষণ্ণতায় সহসা দীর্ঘশ্বাস মনে হয় বৃষ্টি হয়ে ঝরে পড়বে,
তেমন সম্ভাবনায় তোমার দুঃখে মধ্যাহ্নের রামধনু হয়ে যাবে কৃষ্ণবর্ণ,
তোমার ভালোবাসার উত্তোলিত নীরব-রেডিও-ফ্রিকুএনসিতে আমি তৃপ্ত,
আমার কাছে দূরত্বটা কোন সমস্যাই নয়,
খুঁজলেও পাওয়া যায় না, কোন শীত প্রবাহিত বিপন্ন হিমবাহ,
আমি পরম আনন্দে আমার প্রণয় আচ্ছন্ন জামার ভিতরে থাকি,
জানি তোমার ভালোবাসার বিস্তীর্ণ প্রান্তরে, আমার প্রেমের গরু চরছে,
যেখানে চিরুনি তল্লাসি করলেও, কোন গরুচোর কে খুঁজে পাওয়া যাবে না।