রঙ মিলন্তি রঙের জীবনে,
আজ যদি রঙ জাগে।


লালপাহাড়ি পলাশের আঁচে,
হোলির আবির লাগে।


আমের বোলে মিষ্টি গন্ধে,
মহুয়ার নেশা মাখা।


প্রকৃতির কোলে মাদলের ধনী,
আদিবাসী মেয়ে দেখা।


মিসমিশে কালো সাদা শাড়ি টেনে,
বুকের যুগল ঢাকে।


মনে আশা জাগে হাত ধরে নাচি,
ফাগুণের গান ডাকে।


সরল স্বাধীন জীবন সেখানে,
এক হয়ে মিশি প্রানে।


চল চলে যাই রাঙামাটি দেশে,
আদিম হওয়ার টানে।